রাজবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর কালুখালী থানা এলাকায় ২৪ এপ্রিল (রোববার) রাত পৌনে আটটার দিকে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. শরিফুল ইসলাম (২৪), মো. মারুফ রানা মন্ডল (২২) ও মারুফ হোসেন ওরফে রাফসান (১৯)।
জেলা পুলিশ জানায়, কালুখালী থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে কালুখালী থানার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ২০৫টি ইয়াবা বড়িসহ শরিফুল, মারুফ রানা মন্ডল ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কালুখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।