জয়পুরহাটের ডিবি পুলিশের একটি টিম পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশের টিমটি আজ রোববার ভোরে পাঁচবিবি থানাধীন পৌরসভার অর্ন্তগত বালিঘাটা বাজার মহাজের কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় তারা সেখান থেকে মো.আমির হোসেন ও মোসাম্মৎ আফিয়া আক্তার সুমি নামের দুই মাদক কারবারিকে ৬ কেজি ২০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মো. আমির হোসেন একজন মাদকের লিস্টেট আসামি।