মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা-পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২২ এপ্রিল) শ্রীমঙ্গল থানাধীন খাসগাঁও ইকরা মাদ্রাসা এলাকার একটি বাসা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মো. জাবেদ মিয়া সিলেটের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এবং সাইফুল মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানা-পুলিশ জানায়, কাজ দেওয়ার কথা বলে দুজনকে শ্রীমঙ্গলে এনে আটকে রেখে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয় এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, অপহৃত দুই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।