নাটোরের লালপুর থানা এলাকা থেকে আসামিকে পালাতে সহায়তা করা দুই আসামিসহ মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় লালপুর থানাধীন কলসনগর গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার কলসনগর গ্রাম থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ আসামি মো. শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে থানায় আনার সময় আসামি মো. জহরুল ইসলাম (৪৫), মো. কাচু প্রামাণিক (৫০), মো. শরীফুল ইসলাম (৪১), মো. হাসান আলী (২৬), মোছা. হাসেনা বেগম (৪৫) ও মোছা. সখি খাতুন (২৫) পুলিশকে বাধা দেন। একপর্যায়ে তাঁদের সহায়তায় পালিয়ে যান আসামি। পরে অভিযান চালিয়ে মূল আসামি শরীফুল এবং জহরুল ও কাচুকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।