পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার (২০ এপ্রিল) রাতে তিনি সামাজিক মাধ্যমে সরাসরি এই ভাষণ দেবেন বলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে জানানো হয়েছে। খবর সমকালের।
এদিকে দলের চেয়ারম্যানের এই ভাষণ উপলক্ষে পিটিআইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাজনৈতিক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলটির নেতারা, যেখানে সর্বোপরি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে অংশ নেওয়া নেতা-কর্মীদের পিটিআইয়ের আসন্ন জনসভার বিষয়ে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়। মিনার-ই-পাকিস্তানে ২১ এপ্রিল ওই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাড়ি নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।
পিটিআইয়ের এক নেতা জানিয়েছেন, ঐতিহাসিক স্থাপনা মিনার-ই-পাকিস্তান নিয়ে একটি পরিকল্পনা ঘোষণা করবেন ইমরান খান।