রাশিয়ার অভিযানে অনেক নাগরিক হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক হামলাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন জানানো ওই প্রস্তাবে বলা হয়, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীর চালানো এসব হামলা কেবল একটি আগ্রাসন অপরাধ নয়; তা ইউক্রেনের মানুষের, তাদের পরিচয়, তাদের আত্মনির্ধারণ ও স্বাধীন উন্নয়ন পরিকল্পিতভাবে ধ্বংস করার একটি প্রচেষ্টা।’ খবর বাসসের।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের চূড়ান্ত ধাপ চলাকালে মস্কোর সশস্ত্র বাহিনীর চালানো হামলাকে ইউক্রেনের মানুষের ওপর চালানো গণহত্যা হিসেবে দ্রুত স্বীকৃতি দিতে এই প্রস্তাব অনুমোদন করা হয়।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।