
সিলেটের জালালাবাদ থানা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ টাকা অনাদায়ে তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জালালাবাদের উপরপাড়া জামে মসজিদ-সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানা পাওয়া ব্যক্তির নাম মো. লামীম (৪২)। তাঁর বাড়ি এসএমপির এয়ারপোর্ট থানার সুবিদ বাজারের নূরানী এলাকায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী লামীমকে সাজা দেওয়া হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে মাটি কাটার একটি বুলডোজার জব্দ করা হয়।