পুলিশি হেফাজতে মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৯০টি ইয়াবা বড়ি, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) কেএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশি হেফাজতে মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ

আসামিরা হলেন দৌলতপুর থানা এলাকার মো. বেল্লাল মুন্সী (৫৩), খালিশপুর থানা এলাকার মো. আছাদ মল্লিক (৪৫) এবং আড়ংঘাটা থানা এলাকার রয়েল ওরফে মোতালেব (২৬)।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশি হেফাজতে মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ