কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার এক কারবারি। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২২৫টি ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

মহানগরীর খুলনা ও লবণচরা থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন খুলনা থানার ইস্ট সার্কুলার রোড দক্ষিণ টুটপাড়ার সাইফুজ্জামান জীবন শেখ (৩৫), বাটিয়াঘাটা থানার চক্রাখালী ছয়ঘরিয়ার রাজু শেখ ওরফে রাজা (২০), খুলনার আহসান আহমেদ রোডের সাগর শেখ ওরফে ভাইগ্না বাবু (২১) ও লবণচরা থানার চরা কৃষ্ণনগরের রিপন গাজী ওরফে কালু (৩৫)।
ওই চারজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা হয়েছে।