পুলিশি হেফাজতে দুই ছিনতাইকারী। ছবি: পুলিশ নিউজ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে হাতেনাতে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ধারালো চাকু এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১৩ মার্চ) বিকেলে কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারের জিন্দাপীরের মাজার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন রাকিব হাসান (১৯) ও মো. মারুফ আহমদ (১৮)।

পুলিশ জানায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমানের (২৪) গলায় ছুরি ধরে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামিরা। ভুক্তভোগীর চিৎকারে ঘটনাস্থলের অদূরেই থাকা ডিবির একটি দল হাতেনাতে আসামিদের গ্রেপ্তার করে।

ভুক্তভোগী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।