নাটোরে জুয়েল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে জুয়েল হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লালপুরের দিলালপুরে ৪ মার্চ মাঠের মধ্য থেকে হাত-পায়ের রগ কাটা ও কুপিয়ে জখম করা জুয়েল নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে আলামত হিসেবে পাওয়া মোবাইলের ট্র্যাকিংয়ের সূত্র ধরে প্রেমিকা সেলিনাকে আটক করা হয়। সেলিনার জবানবন্দি অনুযায়ী পুলিশ জানতে পারে, তার আরেক প্রেমিক মেহেদী হাসান লিটন ও সৎছেলে মেহেদী হাসান পরিকল্পিতভাবে মোবাইলে জুয়েলকে ডেকে নেয়। পরে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে জুয়েলকে। পরে লাশ পাশের মাঠে ফেলে দেওয়া হয়। দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।