গ্রেপ্তার হওয়া জুয়াড়ি। ছবি : কুড়িগ্রামের জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের জেলার কচাকাটা থানা-পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা-পুলিশের একটি টিম কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম-সংলগ্ন আবাসনের পরিত্যক্ত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে।

কুড়িগ্রামের জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে বৃহস্পতিবার (১০ মার্চ) এসব তথ্য জানানো হয়।

অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সামগ্রীও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।