আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, তারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে গোলার আঘাতে একটি পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছে। তবে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রার পরিবর্তন লক্ষ করা যায়নি। খবর এএফপির।
রাশিয়ার বাহিনী খারকিভ শহর অবরুদ্ধ করে রেখেছে। ভিয়েনাভিত্তিক জাতিসংঘের সংস্থা আইএইএ জানায়, ৬ মার্চ (রোববার) ওই স্থাপনায় হামলা হয়েছে বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হামলার পর গবেষণাকেন্দ্র এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা আগের মতোই রয়েছে। তেজস্ক্রিয়তা বৃদ্ধি না পাওয়া প্রসঙ্গে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, ওই কেন্দ্রে তেজস্ক্রিয় উপাদানের মাত্রা খুবই কম।
স্থাপনাটি গবেষণা প্রতিষ্ঠান খারকিভ ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজির একটি অংশ, যা হাসপাতাল ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কাজ করে।