নোয়াখালীর নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২৪ লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) নৌ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে বলা হয়, নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালান।

অভিযানে আনুমানিক ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।