পুলিশের অভিযানে গ্রেপ্তার কামরুল ইসলাম (মাঝে)। ছবি: পুলিশ নিউজ

কুলাউড়া থানা-পুলিশের বিশেষ অভিযানে সাড়ে পাঁচ হাজার টাকার জাল নোটসহ কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কুলাউড়া থানার এসআই মো. শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার মাগুরা গ্রামে অভিযান চালান। এ সময় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাগানবাড়ির ভাড়াটে রাসেল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে জাল টাকার কারবারি কামরুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর আরেক সহযোগী পালিয়ে যান। কামরুল ইসলামের দেহ তল্লাশি করে ১০০০ টাকার ৫টি ও ৫০০ টাকার ১টি নোটসহ মোট ৫,৫০০ টাকার জাল টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কামরুল ইসলাম পার্শ্ববর্তী জুড়ী থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, কামরুল ইসলাম জাল টাকার নোটকে আসল টাকার নোট হিসেবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ-সরল জনগণের সাথে প্রতারণা করে আসছিলেন। আমরা তা জানতে পারি এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার একটি চৌকস দল ৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।