
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মাদারীপুর রিজিওনের আওতাধীন বারবাজার হাইওয়ে থানা-পুলিশ।
মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় চালক ও হেলপারদের ট্রাফিক আইন, মহাসড়কে নিরাপদ যাত্রা, দুর্ঘটনাপ্রবণ এলাকা সম্পর্কে সতর্কীকরণ এবং মহাসড়কে চিহ্নিত বিভিন্ন সাইন সম্পর্কে আলোচনা করা হয়।
কর্মশালায় করোনাকালে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের বিষয়ে সচেতন করে লিফলেট বিতরণ করা হয়।