খেলতে খেলতে পথ ভুলে ভারতে চলে গিয়েছিল তিন কিশোর। সেখানে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়। এই অবস্থায় এক কিশোর জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে ১০ জানুয়ারি সন্ধ্যায় নওগাঁর ধামইরহাটে ভারতের সঙ্গে সীমান্তবর্তী শিমুলতলী এলাকায়।
জাতীয় জরুরি সেবার মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বিজ্ঞপ্তিতে জানান, ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁর ধামইরহাট থানার ভারতীয় সীমান্তসংলগ্ন শিমুলতলী থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রবিউল ইসলাম নামের এক কিশোর ফোন করে জানায়, সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা তিন বন্ধু নদীর পাড়ে খেলতে খেলতে পথ ভুলে ভারতে চলে গেছে। সেখানে তাদের বিএসএফ আটক করেছে।
খবর পেয়ে বিজিবি ওই স্কুলছাত্রদের অবস্থান শনাক্ত করে বিএসএফের সাথে যোগাযোগ করে। পরে ১০ জানুয়ারি রাতেই বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তিন স্কুলছাত্র রবিউল ইসলাম (১৫), রবিউল আলম (১৪) ও বাদশাকে (১৩) উদ্ধার করে।
পরে বিজিবি শিমুলতলী সীমান্ত ফাঁড়ির ১৪-এর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. শাহজাহান ৯৯৯-কে জানান, তিন স্কুলছাত্রকে উদ্ধারের পর অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।