বরগুনায় ৬০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। রোববার দিনব্যাপী অভিযানে এসব জাল জব্দ করা হয়।
কোষ্টগার্ড সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পাথরঘাটার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় পাথরঘাটার নিশানবাড়ীয়া, লালদিয়া, পদ্মা, সোনাতলা, বাদুরতলা রুহিতা এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। খবর জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ সময় জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম হারুনর রশীদ বলেন, ‘এসব জাল দেশের মৎস্যসম্পদকে হুমকিতে ফেলছে। সকাল থেকে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করি। পরে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’
প্রসঙ্গত, দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে সরকার। ১৭ জেলায় আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে।