হবিগঞ্জে মাসব্যাপী চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিপণন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) ফিতা ও কেক কেটে বিভিন্ন ধরনের পণ্যে সজ্জিত বিপণন কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি। এ সময় তিনি পুনাকের বিপণন কেন্দ্রসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
হবিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তাহেরা রহমান, জেলা পুনাকের সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
