সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে আরও মনোনীত হয়েছেন পাকিস্তানের বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং সাউথ আফ্রিকার জানেমান মালান। খবর বাসসের।

আইসিসি বৃহস্পতিবার ওয়ানডের বর্ষসেরা মনোনীত চার ক্রিকেটারের নাম ঘোষণা করে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে এক বছর নিষেধাজ্ঞা শেষে এ বছরের শুরুতে মাঠে ফিরেছিলেন সাকিব। এরপর চলতি বছর ৯ ম্যাচে ৩৯ দশমিক ৫৭ গড়ে ২৭৭ রান করেন তিনি। বল হাতে ১৭ দশমিক ৫২ গড়ে ১৭ উইকেট নেন সাকিব।