
খুলনায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে এক কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭১টি ইয়াবা বড়ি এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তারিকুল ইসলাম (৩৮), মো. নজির উদ্দিন গাইন (৫০), মো. জহিরুল ইসলাম হাওলাদার (২০), মো. রাসেল শেখ (১৯) ও মো. সাগর (২০)।
পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তিদের খুলনা মহানগরীর খুলনা ও হরিণটানা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭১টি ইয়াবা বড়ি এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা হয়েছে।