রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা তাঁদের গ্রেপ্তার করে। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার দুই আসামি হলেন মো. মুসলিম উদ্দিন ও মো. মতিউর রহমান। গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ীর থানার দক্ষিণ যাত্রাবাড়ী সুফিয়া প্লাজার সামনে থেকে তাঁদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম(বার) বলেন, কিছু মাদক ব্যবসায়ী সুফিয়া প্লাজার সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসলিম ও মতিউরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।