ঢাকা রেঞ্জকিশোরগঞ্জ জেলাক্রাইম নিউজনৌ-পুলিশমেঘনা নদী থেকে অবৈধ ঘের উচ্ছেদ কিশোরগঞ্জ প্রতিনিধি - ডিসেম্বর ১৪, ২০২১34ঘেড় উচ্ছেদ করছে নৌ পুলিশ। ছবি: পুলিশ নিউজকিশোরগঞ্জের ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫টি ঘেড় ও ২৫টি বাঁশ জব্দ করেছে।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভৈরব থানাধীন মেঘনা নদী থেকে এসব ঘেড় ও বাঁশ জব্দ করা হয়।জব্দকৃত বাঁশ নৌ পুলিশের হেফাজতে রয়েছে।