
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ২২৫ বোতল ফেনসিডিল, একটি মাইক্রোবাসসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
কেএমপি ডিবির বিশেষ দল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওই মাদক কারবারির নাম সাইদুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার কাছরাহাটি এলাকায়।
সাইদুলের নামে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।