জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি: পুলিশ নিউজ

রাজধানীর পল্লবী এলাকা থেকে ইয়াবা বড়িসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা-পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পল্লবী থানার ক্যানডোর ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. গিয়াস উদ্দিন, মো. আক্তার হোসেন, মো. ইয়াসিন ফরাজি, মো. তৌফিকুর রহমান, মোছা. তামান্না আফরিন ওরফে বৃষ্টি এবং সাজেদা বেগম ওরফে কেয়া।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম, পিপিএম (বার) জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পল্লবী থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।