রাজধানীর পল্লবী এলাকা থেকে দেড় হাজার ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার পুলিশ সদস্যরা আজ বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়েছে।

এ ব্যাপারে পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম পিপিএম (বার) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে পল্লবী থানার ১১ নং সেকশনে অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।