পটুয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পটুয়াখালী ডিবি পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নস্থ পটুয়াখালী টু বরিশাল মহাসড়কের শিয়ালী বাজারের দক্ষিণ পাশে ব্রিজের ওপর থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মো. হানিফ হাওলাদার (৩৭); তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার ১২ নম্বর রঙ্গশ্রী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আজ সকালে পটুয়াখালীর ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত গাঁজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।