রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুজন। ছবি: আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন শামছুল আলমের চায়ের দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকার আল আমিন ইসলাম (১৮) ও বিরোজা বর্মন (৩৫)।

দুজনের নামে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।