নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের বাসিন্দা।
নোয়াখালী জেলা পুলিশ জানায়, বেগমগঞ্জ থানা-পুলিশের একটি দল উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে মোহাম্মদ জুয়েলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয়টি গুলি উদ্ধার করা হয়েছে।