সিলেটের গোলাপগঞ্জে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে ১১৭ পিস ইয়াবা ও চার বোতল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিরা হলেন দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের আলমগীর হোসেন এবং পশ্চিম রায়গড় (ভটরপাড়া) গ্রামের মুরাদ আহমদ।

পুলিশ জানায়, গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় গোলাপগঞ্জ থানা-পুলিশ। এ সময় আসামি আলমগীর হোসেনের ঘর থেকে ১১৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে, পশ্চিম রায়গড় (ভটরপাড়া) গ্রামে অভিযান চালিয়ে চার বোতল ভারতীয় মদসহ মুরাদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।