
পায়ে গভীর পচন নিয়ে ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে ছিলেন খোকন। তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসির সহযোগিতায় ফুটপাত থেকে খোকনকে তুলে আনেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। রাজধানীর পঙ্গু হাসপাতালে খোকনকে চিকিৎসা করানোর পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন পুনাক সভানেত্রী।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর খোকনকে গাজীপুরে গিভেন্সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সময় পুনাক সভানেত্রীর তত্ত্বাবধানে খোকনের জন্য দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, কাপড়, শুকনো খাবার, হুইলচেয়ার ও ক্রাচ সরবরাহ করা হয়।