টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে চান না জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
আজ বুধবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে তামিম নিজেই এ কথা জানিয়েছেন। খবর প্রথম আলোর।
ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) ও বোর্ড সভাপতি পাপন ভাইকে (নাজমুল হাসান) ফোন করেছিলাম। তাঁদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি। যেটি আমি আসলে সবার সঙ্গেই শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি, আমি মনে করি না যে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিত।’
তিনি বলেন, ‘আসলে আমি বিশ্বকাপ দলে থাকছি না। এর কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না। দ্বিতীয় কারণ হচ্ছে চোট, তবে আমি মনে করি না চোট খুব বড় সমস্যা। আশা করছি, বিশ্বকাপের আগেই আমি চোট থেকে সেরে উঠব। কিন্তু যে জিনিসটা এ সিদ্ধান্ত নিতে আমাকে উদ্বুদ্ধ করেছে, সেটি হচ্ছে আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নেই।’
‘আমি জানি না, কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আমি হয়তো থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা ঠিক হতো, ন্যায্য হতো। আমি এ কথাটাই প্রধান নির্বাচক ও বোর্ড সভাপতির কাছে বলেছি। তাই খুব সম্ভবত বিশ্বকাপে আমাকে দেখবেন না আপনারা। কিন্তু বিশ্বকাপ দলের জন্য আমার শুভকামনা থাকবে সব সময়ই’, যোগ করেন এই ওপেনার।
সর্বশেষ সংবাদ 
- সিলেট জেলা পুলিশের অভিযানে জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ এবং বিশ্বনাথে ১ ডাকাতসহ গ্রেফতার ৪
- নওগাঁর কুখ্যাত ৪ ডাকাতসহ মোট ৫ জন গ্রেফতার
- মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি, ডিএমপি
- জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাজবাড়ী'র অভিযানে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার
- ঢাকা মহানগরীতে জননিরাপত্তা বিধানে গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক গৃহিত ব্যবস্থা
- বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
- বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ
- বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ
- এক দিনের মধ্যে অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা
- হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা একটি শুটিংয়ের দৃশ্য