উদ্ধারকৃত ইয়াবা

রাজধানীর মোহাম্মদপুর থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামিম হোসেন, মো. মহিউদ্দিন ও মো. মোরশেদ।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ শামিম, মহিউদ্দিন ও মোরশেদকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে তথ্য আসে যে মোহাম্মদপুর এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মোহাম্মদপুরের রিং রোডে একটি বাসার সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তিনজনকে। উদ্ধার করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।