পাবনায় ডাকাতির ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২৯ আগস্ট) দুপুরে পাবনা সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
তিনি বলেন, চলতি মাসে গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে চারটি দোকানের তালা ভেঙে টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় মামলা দায়েরের পর জেলা পুলিশের একটি চৌকস দল ৩৬ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সর্দার আমিনুল ইসলামসহ সাতজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক, সিএনজি অটোরিকশা, গুলিসহ একটি শাটারগান ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, ওসি (সদর) আমিনুল ইসলাম এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা জেলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। তিনি বলেন, এই চক্রের সঙ্গে জড়িত আরও চার থেকে পাঁচজন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সপুার (সদর সার্কেল) রোকনুজ্জামান, সদর থানার ওসি আমিনুল ইসলাম প্রমুখ।
সর্বশেষ সংবাদ 
- সিলেট জেলা পুলিশের অভিযানে জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ এবং বিশ্বনাথে ১ ডাকাতসহ গ্রেফতার ৪
- নওগাঁর কুখ্যাত ৪ ডাকাতসহ মোট ৫ জন গ্রেফতার
- মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি, ডিএমপি
- জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাজবাড়ী'র অভিযানে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার
- ঢাকা মহানগরীতে জননিরাপত্তা বিধানে গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক গৃহিত ব্যবস্থা
- বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
- বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ
- বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ
- এক দিনের মধ্যে অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা
- হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা একটি শুটিংয়ের দৃশ্য