নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্ত হবে জাতিসংঘ ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারেরা। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই বাংলাদেশ সরকার ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে সমঝোতা হতে পারে। খবর কালের কণ্ঠের।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং অন্য মানবিক সহায়তা সংস্থাগুলো ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তা দিতে সম্মত হয়েছে। এ বিষয়ে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া নিয়েও উভয় পক্ষ একমত হয়েছে।
নিপীড়ন ও হত্যাযজ্ঞের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারের শিবির থেকে ভাসানচরে স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিরোধিতা করলেও সরকারের অবস্থান ছিল স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জাতিসংঘের সংস্থাগুলোর দায়িত্ব রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া। রোহিঙ্গারা কক্সবাজারে, না ভাসানচরে, সেটি তাদের দেখার বিষয় নয়।’
ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার প্রতিক্রিয়ায় লন্ডন থেকে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন, ইউকের (ব্রুক) প্রেসিডেন্ট তুন খিন বলেন, ‘রোহিঙ্গাদের অধিকার ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। তাদের জন্য বছরের পর বছর সীমান্ত খোলা রাখা এবং প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ।’
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘রোহিঙ্গারা যতক্ষণ বাংলাদেশে আছে, ততক্ষণ তাদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশকেই নিশ্চিত করতে হবে।’
সর্বশেষ সংবাদ 
- সিলেট জেলা পুলিশের অভিযানে জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ এবং বিশ্বনাথে ১ ডাকাতসহ গ্রেফতার ৪
- নওগাঁর কুখ্যাত ৪ ডাকাতসহ মোট ৫ জন গ্রেফতার
- মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি, ডিএমপি
- জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাজবাড়ী'র অভিযানে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার
- ঢাকা মহানগরীতে জননিরাপত্তা বিধানে গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক গৃহিত ব্যবস্থা
- বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
- বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ
- বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ
- এক দিনের মধ্যে অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা
- হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা একটি শুটিংয়ের দৃশ্য