পবা থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তিন মামলায় দেড় বছর কারাদণ্ড ও সাড়ে ১০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামি জান্নাতুন সালমা রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মৃত মোস্তাকিন সরকারের মেয়ে।

জানা যায়, জান্নাতুন সালমার বিরুদ্ধে তিনটি মামলায় ৬ মাস করে দেড় বছর কারাদণ্ড ও সাড়ে ১০ লাখ টাকা অর্থদণ্ডসহ একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিল। সালমাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ জানতে পারে, সালমা গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় আত্মগোপনে রয়েছে।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম বুধবার ভোর সোয়া ৫টায় অভিযান পরিচালনা চালিয়ে সালমাকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।