পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

আন্তজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।

বুধবার (৮ মে) ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল ইউনিয়নের মানরা এলাকার রেল ব্রিজের নিচের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. শরিফুল ইসলামের (৩৫) বাড়ি ব্রাহ্মণপাড়া থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার মন্ডল জানান, আসামির কাছ থেকে ৫ কেজি তামার তার, ট্রান্সমিটারের ২০টি কয়েল, একটি সকেট, একটি ফিউজ সকেট, লোহা কাটার একটি করাত ও তিনটি ব্লেড, দুটি রেঞ্জ, স্কচ টেপ, একটি স্ক্রু ড্রাইভার, ৬০ ফুট রশি এবং একটি ট্রান্সমিটার জব্দ করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামি শরিফুল আন্তজেলা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।