ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সামনে রেখে ব্রিফিংয়ে কুড়িগ্রামের এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজীবপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সামনে রেখে ব্রিফিং করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

আজ সোমবার বেলা দুইটার দিকে চিলমারী মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এসপি তাঁর বক্তব্যে সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশনা এবং কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন, সে ক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থার কথা বলেন।

তিনি সব পুলিশ সদস্যকে রেইন কোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাঁশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অন্যদিকে নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় ব্রিফিং প্যারেডে। এ ছাড়া নির্বাচন কমিশন ন্যস্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসপি।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম প্রমুখ।