পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার দাউদকান্দি থানা-পুলিশ। জব্দ করা হয়েছে একটি পাইপ গান, তিনটি কার্তুজ, একটি লোহার পাইপ, দুটি ছোরা ও একটি দা।

গত শুক্রবার (৩ মে) দিবাগত রাতে দাউদকান্দি থানাধীন স্বল্প পেন্নাই এলাকার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন দাউদকান্দি এলাকার মো. মিলন মিয়া আকাশ (২৮), মো. বাবু মিয়া (২২) ও পারভেজ (২২) এবং দেবীদ্বার এলাকার মো. মামুন মিয়া (১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁদের মধ্যে মিলনের বিরুদ্ধে ছয়টি, মামুনের বিরুদ্ধে দুটি, বাবুর বিরুদ্ধে চারটি, পারভেজের বিরুদ্ধে পাঁচটি ও অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে দুটি মামলা আছে।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) উমর ফারুক জানান, আসামিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির লক্ষ্যে ঘটনাস্থলে জড়ো হওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতির কথাও স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা করা হয়েছে।