পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চেতনানাশক খাইয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট।

গত বুধবার (১ মে) রাতে জেলার মোরেলগঞ্জ থানাধীন উত্তর কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. দুলাল হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করা হয়।

পিবিআই বাগেরহাট জানায়, গত ২০ এপ্রিল মোরেলগঞ্জ থানাধীন বানিয়াখালী গ্রামের বাসিন্দা তোতা মিয়ার বাড়ির লোকজনকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। একই গ্রামের নারায়ণ চন্দ্রের বাড়িতেও একই কায়দায় টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।

অভিযোগে পেয়ে তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের একপর্যায়ে আসামি দুলালকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার এবং লুটের ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। লুটের সঙ্গে মো. আলামিন হাওলাদার নামের আরেক ব্যক্তি জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আসামি। তাঁদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করা হয়েছে।