পুলিশের হেফাজতে সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপির চন্দ্রিমা থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামি মো. জাকির হোসেন চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।

জানা যায়, আসামি মো. জাকির হোসেনের বিরুদ্ধে একটি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমা থানায় মুলতবি ছিল। জাকির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা-পুলিশ। গতকাল রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি জাকির হোসেন নিজ বাড়িতে অবস্থান করছেন।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো. সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম গতকাল ২৩ এপ্রিল দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।