পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

পটুয়াখালীর কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে আট জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় ৬ লাখ ৪৬ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা এবং মাছের দাম ২৫ হাজার ৫০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।