আরএমপির কাটাখালী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম মো শামিম আলী (৩০)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার গুয়াবাসিনা এলাকার মো. গফফার আলীর ছেলে।

আরএমপি জানায়, আসামি শামিম আলীর বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানায় রাজশাহী আদালতের যৌতুক নিরোধ আইনের একটি মামলায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা-পুলিশ। তারই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানার বেলালদহ মাজার এলাকায় অভিযান চালিয়ে শামিম আলীকে গ্রেপ্তার করা হয়।