প্রকৃত মালিকের কাছে উদ্ধার করা ফোন ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৫০টি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে।

এসব ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।

এ ছাড়া বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৯৭ হাজার ২৪০ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় মোবাইল হারানো ও বিকাশে ভুল করে টাকা যাওয়াসংক্রান্ত জিডির কপিসমূহ সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম এসব ফোন ও টাকা উদ্ধার করে।

আজ ১৫ এপ্রিল ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন ও অনলাইন ব্যাংকিং প্রতারণায় চলে যাওয়া টাকা মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. আবদুল করিম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. আনতাজ আলী, অপারেশন শাখার ইনচার্জ এসআই মো. জামাল হোসেন এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই রবিউল করিম সিকদার ও এএসআই কামরুল হাসান এবং ইন্টেলিজেন্স উইংয়ের ইনচার্জ এএসআই নুর আলম।