পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

এক স্কুলছাত্রীর গায়ে আগুন জ্বালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানার সদস্যরা।

বুধবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে আসামি মো. রিফাত রহমান হৃদয়কে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি রাজশাহী নগরীর পবা থানা এলাকায়।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন আসামি হৃদয়। ১ জুন দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীর পথরোধ করে হৃদয় ও তাঁর দুই সহযোগী। এ সময় ভুক্তভোগীকে রাস্তার পাশে যেতে বলেন হৃদয়। রাজি না হওয়ায় তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় পবা থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) এ এইচ এম আসাদ হোসেন জানান, তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর বাড্ডা থেকে আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।