চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে খনি ধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

রোববার (৪ জুন) পার্বত্য এলাকার একটি খনিতে এই ধসের ঘটনা ঘটে। নিহতরা সবাই শ্রমিক ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, লেশান শহরের কাছাকাছি পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের পর স্থানীয় সময় সকাল ৬টার দিকে ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী এবং পুনরুদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

চীনের পাহাড়ি এলাকায় প্রায়ই ভূমিধসের খবর পাওয়া যায়। গত ফেব্রুয়ারিতে দেশটির উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় একটি খনি ধসের ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত ও নিখোঁজ হয়। বিশেষ করে বর্ষার সময় এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে। লেশান শহরের কাছের ওই এলাকায় ভূমিধসের আগে টানা দুই দিন ভারী বৃষ্টিপাত হয়।

এদিকে ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।