সভায় সভাপতিত্ব করেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালের মাসিক কল্যাণ সভা সোমবার (৫ জুন) অনুষ্ঠিত হয়েছে।

১০ এপিবিএনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম (সেবা)।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব দেন। প্রস্তাবগুলো দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন কমান্ডিং অফিসার।

এ সময় ১০ এপিবিএনের সদস্যগণকে শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া,পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা, জনগণের সঙ্গে উত্তম আচরণ করা, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে নির্দেশ দেন কমান্ডিং অফিসার।

১০ এপিবিএনের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ কল্যাণ সভায় অংশ নেন। ছবি : বাংলাদেশ পুলিশ

ইউনিটের এএসপি (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে, বরিশাল বিভাগীয় হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান প্রমুখ।