জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি : সংগৃহীত

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এসি মিলানের সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

রোববার (৪ জুন) ঘরের মাঠ সান সিরোতে ইতালিয়ান লিগের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হয়েছিল এসি মিলান।

ওই ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন ইবাহিমোভিচ। চোটের কারণে ম্যাচে খেলেননি তিনি। ম্যাচের পরে মিলানের খেলোয়াড় ও স্টাফরা তাঁকে গার্ড অব অনার দেন।

অবসর সম্পর্কে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক। সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলব, এই ভয়ে থাকতাম এতো দিন। এখন বলব, আমি প্রস্তুত।’

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইব্রাহিমোভিচ। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে খেলে ইতি টানলেন এসি মিলানে। ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল করেছেন ইব্রা, জিতেছেন ৩২টি ট্রফি। এসি মিলানে দুই দফায় খেলেছেন তিনি, ১৬৩ ম্যাচে করেছেন ৯৩ গোল। সুইডেনের হয়ে ৬২ গোল করেছেন তিনি।