ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

শিশুদের যৌন হয়রানি নিয়ে “চাইল্ড সেক্সুয়াল এবিউজ : অ্যা স্টাডি অন দ্য কেসেস অব ঢাকা মেট্রোপলিটন পুলিশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক তানিয়া রহমান, ঢাবির সহযোগী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব, ঢাবির সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান, হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের সিনিয়র সহযোগী গবেষক নুরুন্নাহার, ঢাকা আহসানিয়া মিশনের কাউন্সেলর রাহেনা বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আশিক ফেরদাউস, আইসিডিডিআরবির সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাহফুজ আল মামুন এবং ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট (পিআরঅ্যান্ডএইচআরডি) বিভাগ এই কর্মশালার আয়োজন করে।