প্রস্তাবিত বাজেটে স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : বাসস

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে এই সম্মতি দেন তিনি। খবর বাসসের।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

এর আগে মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভবনে পৌঁছলে মাননীয় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, মাননীয় চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।